Monday , May 20 2024
Breaking News
Home / Exclusive / রেল লাইনে জন্মদিনের কেক কাটার পর চলন্ত ট্রেনের নিচে মা-মেয়ের ঝাঁপ

রেল লাইনে জন্মদিনের কেক কাটার পর চলন্ত ট্রেনের নিচে মা-মেয়ের ঝাঁপ

যশোরের চুড়ামনকাঠি ইউনিয়নের পুলডাঙ্গা রেললাইন থেকে ট্রেনের ধাক্কায় বিচ্ছিন্ন মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মা লাকী বেগম (৩৫) ও মেয়ে মিম খাতুন (১২)।

তারা খুলনার বাসিন্দা হলেও যশোরের বড় হয়বতপুর গ্রামে ভাড়ায় থাকতেন।

স্থানীয়রা জানান, প্রথম স্বামীকে তালাক দিয়ে আবার বিয়ে করেন লাকী বেগম। কয়েকদিন আগে দ্বিতীয় স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন রাখাল জানান, তারা মাঠে গরু চরছিলেন। এ সময় তিনি লাকী বেগম ও তার মেয়েকে রেললাইনে বসে কেক কাটতে দেখেন। কিন্তু ট্রেন আসার মুহূর্তে লাকি বেগম তার মেয়েকে হাত ধরে টেনে রেললাইনের ওপর ওঠানোর চেষ্টা করছিলেন। একপর্যায়ে ট্রেন কাছে এলে মা-মেয়ে একসঙ্গে ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৩টার দিকে জানতে পারি এই পুলডাঙ্গা রেললাইনে মা-মেয়ে একসঙ্গে আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে আমরা ভ্যানিটি ব্যাগ, মোবাইল পাই। মোবাইলের মাধ্যমে আমরা পরিচয় শনাক্ত করি।

তিনি আরও বলেন, আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ তদন্ত করছে।

About Nasimul Islam

Check Also

দুই পুলিশ সদস্যকে পেটালেন যুবক, জানা গেল কারণ

রাজশাহীতে পুলিশ চেকপোস্টে এক যুবকের বিরুদ্ধে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *