Saturday , May 18 2024
Breaking News
Home / Countrywide / ১১টার মধ্যে চা-সিগারেটের দোকান বন্ধ রাখার নির্দেশ

১১টার মধ্যে চা-সিগারেটের দোকান বন্ধ রাখার নির্দেশ

ডাকাতি ও অপরাধ রোধে রাজধানীর রাস্তার পাশের চা-সিগারেটের দোকান রাত ১১টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রোববার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই ও অপরাধ রোধে সড়কের মোড়ের দোকানপাট রাতেই বন্ধ রাখতে হবে। প্রায়ই দেখা যায় অপরাধীরা এসব অস্থায়ী দোকানে সারারাত আড্ডা দেয়, সুযোগ পেলেই ডাকাতি করে। তাই রাস্তার পাশের বিড়ি, পান ও চায়ের দোকান রাত ১১টার পর বন্ধ রাখতে হবে।

তিনি বলেন, কোনো সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী যাতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় পুলিশের স্টিকার লাগানো গাড়ি দেখা গেলে কর্তব্যরত পুলিশকে অবশ্যই যাচাই করতে হবে সেটি আসলেই পুলিশ কর্মকর্তার গাড়ি কি না। কারণ গাড়িতে পুলিশের স্টিকার বাডিএমপির লোগো লাগিয়ে সন্ত্রাসীদের চলাফেরার তথ্য পাওয়া গেছে। যদি যাচাই করে দেখা যায় সেটা পুলিশের গাড়ি নয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডিএমপির ক্রাইম ও ট্রাফিক বিভাগ এই বিষয়টি নজর রাখবেন।

.

About Nasimul Islam

Check Also

নতুন করে রিজার্ভ চুরির সংবাদ, যা জানাল বাংলাদেশ ব্যাংক

ভারতীয় একটি পত্রিকায় বাংলাদেশ ব্যাংক থেকে ফের রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *