Sunday , June 16 2024
Home / Countrywide / পাঁচ নারীকে হারিয়ে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নি, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়

পাঁচ নারীকে হারিয়ে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নি, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার পাঁচ নারী প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন। চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২১ মে) ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিযোগীকে মুছুন মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট।

বুধবার (২২ মে) মুন্নী সাংবাদিকদের বলেন, দেওয়ানগঞ্জের মানুষ তাদের ভালোবাসায় আমাকে বিজয়ী করেছে। যেহেতু আমার কোনো পিছুটান নেই, তাই মন থেকে মানুষের জন্য কাজ করে যাবো।

তিনি হিজড়াদের জীবনমান উন্নয়নে কাজ করার কথাও বলেছেন। সকলের সহযোগিতার জন্য ভোটারসহ সবাইকে কৃতজ্ঞতা জানান মুন্নি।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ চেয়ারম্যান, ৬ জন মহিলা ও ১২ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, এ উপজেলায় ৩৮ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।

অন্যদিকে তাকে নিয়ে সোশ্যল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। অনেকে তাদের প্রতিক্রিয়া জানিয়ে লিখছেন, যেমন দেশ তেমন জনগণ, আরেকজন লিখেছেন, কি আর করা, সেখানে যোগ্য নেতার অভাব। ভালো মানুষের অভাব। মানুষ এদেরকেই পছন্দ করা শুরু করেছে।

About Nasimul Islam

Check Also

মসজিদের ইমামের কোনো দোষ নেই, জবির সেই আলোচিত ছাত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. ছালাহ উদ্দিনকে এক ছাত্রীকে ঘিরে বিতর্কিত ঘটনার জের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *