Saturday , May 18 2024
Breaking News
Home / Sports / ধরাশায়ী ইতালি, নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ধরাশায়ী ইতালি, নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

পুরো ম্যাচেই ইতালির উপর আধিপত্য ছিল আর্জেন্টিনার। প্রথমার্ধে দুই গোল করে নিয়ন্ত্রণ নেয় স্কোলানির ( Scolani ) দল। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসিকে ( Lionel Messi ) আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। পুরো ম্যাচেই রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে ইতালিকে ( Italy )।

বুধবার রাতে ( night ) ইংল্যান্ডের ( England ) বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ‘ফিনালিসিমা’ ম্যাচে ইতালিকে ( Italy ) ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকান দলের হয়ে গোল করেন লাউতারো মার্টিনেজ, আনহেল ডি ( Anhel d ) মারিয়া ও দিবালা। সব প্রতিযোগিতায় আর্জেন্টিনা ৩২ ম্যাচে অপরাজিত ছিল।

দ্বিতীয়বারের মতো ইউরো সেরা ও ল্যাটিন সেরা খেলে দুই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এর আগে ১৯৯৩ সালে ডেনমার্কের ( Denmark ) বিপক্ষে জিতেছিলেন আলবেসেলিস্তারা।

লিওনেল মেসি, মারিয়া ও মার্টিনেজ নিয়ে গড়া আর্জেন্টিনা শুরু থেকেই খেলছে ইতালির বিপক্ষে। সেক্ষেত্রে দ্রুত এগিয়ে যাওয়ার রসদ। ২৮তম মিনিটে বক্সের বাঁ দিক থেকে লিওনেল মেসির ( Messi ) বাড়ানো পাসে গোল করে বল জালে পাঠান লাউতারো মার্টিনেজ। মেসির ( Messi ) সঙ্গে লরেঞ্জোও মাঝ থেকে আক্রমণ ধ্বংস করতে পারেননি। প্রথমার্ধের শেষ মুহূর্তে লিড বাড়ান আনহেল ডি ( Anhel d ) মারিয়া। লাউতারো মার্টিনেজের বলটি গোলরক্ষক ডোনারুমার ( Donarumar ) মাথার উপর দিয়ে চিপ শটে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা। কোনো সুযোগ না দিয়েই একের পর এক ইতালিকে ( Italy ) আক্রমণ করে স্কোলানির ( Scolani ) দল। ৫৯তম মিনিটে ডোনারুম্মা লাফ দিয়ে ডি মারিয়ার ( De Maria ) প্রচেষ্টা রক্ষা করেন। দশ মিনিট পর আবারও দেয়ালে ঠেকে যান ইতালিয়ান গোলরক্ষক। এবার লিওনেল মেসির ( Messi ) মাপা শট বাঁ দিকে ঝাঁপ দিয়ে ফিরে যায়। শেষ মুহূর্তে তৃতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় পাওলো দিবালা ( Paolo Dibala )

About Ibrahim Hassan

Check Also

গ্যালরি ভরা দর্শেকের সামনে ভক্তকে চড় মারলেন সাকিব, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। মাঠ এবং মাঠের বাইরে আলোচনায় থেকেই তিনি। আরও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *