Friday , May 17 2024
Breaking News
Home / Exclusive / ওমান থেকে দেড় কোটি টাকা নিয়ে পালালেন ২ বাংলাদেশি, জানা গেল তাদের পরিচয়

ওমান থেকে দেড় কোটি টাকা নিয়ে পালালেন ২ বাংলাদেশি, জানা গেল তাদের পরিচয়

ওমানে প্রাণ গ্রুপের একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান ‘আল আরাবিয়া এক্সিলেন্ট মার্কেটিং, এলএলসি’র দুই বিক্রয়কর্মী দেড় কোটি টাকা নিয়ে পালিয়েছেন। এ ঘটনার পর ওমানে কোম্পানির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ সোমবার (১ এপ্রিল) প্রাণ-আরএফএল গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেড় কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া দুই সেলসম্যানের একজন মো. কামরুল হাসান নাঈম, পিতা মোঃ আবু বকর, বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ মধ্য আশরাফপুরে।

তার পাসপোর্ট নম্বর A02837856। অপরজন সাইদুল ইসলাম ওরফে সাচ্চু, বাবা আলী আশরাফ। বাড়ি ফেনীর ছাগলনাইয়া দক্ষিণ কুহুমার ৮নং ওয়ার্ডের কড়াইয়া বাজারে। তার পাসপোর্ট নম্বর EE0322262।
তারা এখন বাংলাদেশে অবস্থান করছে এবং আত্মগোপন করছে।

এ ঘটনার পর থেকে ওমানে বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন নিয়োগকর্তাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ওমানে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে কিছুটা অস্বস্তি বিরাজ করছে।

তাদের ধরিয়ে দিলে প্রাণের পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কৃত করা হবে।

About Nasimul Islam

Check Also

ভয়ভীতি দেখিয়ে মাহিকে বলাৎকার করেন মুক্তারুল, পিবিআই তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য

ইফতেখার রশীদ মাহিকে দ্বিতীয় শ্রেণি থেকে পড়াতেন প্রাইভেট টিউটর মুক্তারুল হক। পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *