Friday , May 17 2024
Breaking News
Home / Countrywide / প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে এবার নতুন নির্দেশনা দিলো মন্ত্রণালয়

প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে এবার নতুন নির্দেশনা দিলো মন্ত্রণালয়

আদালতের নির্দেশে বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী রোববার (৫ মে) থেকে খুলে দেওয়া হবে। প্রচণ্ড তাপপ্রবাহের সময় প্রাথমিক বিদ্যালয়গুলি যে অবস্থায় খোলা থাকার কথা সেসব পরিস্থিতিতে স্কুলগুলি খুলবে৷

বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার (২৮ এপ্রিল) থেকে ব্যাপক ধুমধাম করে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হয়েছে। এরপর ক্লাসের সময় কমিয়ে কিছু শর্ত দিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়। পরদিন সোমবার দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্কুলে ক্লাস বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। পরে সারাদেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে মন্ত্রণালয়।

রোববার স্কুল খোলার পর বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা-

# এক শিফটে পরিচালিত স্কুলগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

# দুই শিফটের স্কুলে প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

# তাপ প্রবাহ সহনীয় না হওয়া পর্যন্ত অ্যাসেম্বলি(প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে।

# উপজেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্টদের সাথে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত রুটিন বিবেচনায় নিয়ে উপজেলা ভিত্তিক শ্রেণি কার্যক্রমের জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন।

#প্রাক-প্রাথমিক ক্লাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

About Babu

Check Also

নতুন করে রিজার্ভ চুরির সংবাদ, যা জানাল বাংলাদেশ ব্যাংক

ভারতীয় একটি পত্রিকায় বাংলাদেশ ব্যাংক থেকে ফের রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *