Sunday , May 19 2024
Breaking News
Home / Sports / মারা গেছেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো সেই জনপ্রিয় কোচ, মেসির স্ট্যাটাস ভাইরাল

মারা গেছেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো সেই জনপ্রিয় কোচ, মেসির স্ট্যাটাস ভাইরাল

আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া কোচ সিজার লুইস মেনেত্তি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সোমবার (৬ মে) এক বিবৃতিতে মেনোত্তির মৃত্যুর ঘোষণা দিয়েছে।

মেনোত্তি ১৯৩৮ সালে লিওনেল মেসির নিজ শহর রোজারিওতে জন্মগ্রহণ করেন। এই স্ট্রাইকার ১৯৬৩ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে মাত্র ১১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। খেলা ছাড়ার পর ৩৭ বছরের কোচিং ক্যারিয়ারে তিনি ১১টি ক্লাব এবং দুটি দেশের জাতীয় দলের কোচের ভূমিকা পালন করেন। ১৯৭৪ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি তার দেশ আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন। এর বাইরে এক বছর মেক্সিকোর কোচের দায়িত্বেও ছিলেন তিনি।

মেনোত্তি ১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন। আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানোর পরের বছর দেশের অনূর্ধ্ব-২০ দলকেও জিতিয়েছেন যুব বিশ্বকাপ। মেনোত্তির হাত ধরেই আর্জেন্টিনার খেলার ধরন বদলে যায়।

এদিকে মেনোত্তির মৃত্যুর খবর প্রকাশ করে লিওনেল মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের ফুটবলের অন্যতম গ্রেট উদাহরণ আমাদের ছেড়ে চলে গেছেন। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা। শান্তিতে ঘুমান।’

আর্জেন্টিনার জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালিওনও শোক প্রকাশ করেছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ফুটবলের একজন শিক্ষক আমাদের ছেড়ে চলে গেলেন। সেই সব স্নেহ সঞ্চারক কথার জন্য ধন্যবাদ, যার মাধ্যমে আপনি আমাদের মনে ছাপ রেখে গেছেন। চিরকাল হৃদয়ে থাকবেন প্রিয়।’

About Nasimul Islam

Check Also

গ্যালরি ভরা দর্শেকের সামনে ভক্তকে চড় মারলেন সাকিব, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। মাঠ এবং মাঠের বাইরে আলোচনায় থেকেই তিনি। আরও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *