Thursday , May 16 2024
Breaking News
Home / Countrywide / অবশেষে আলোচিত সেই সিনহা ঘটনার মামলার রায় ঘোষণা করলো আদালত
Sinha

অবশেষে আলোচিত সেই সিনহা ঘটনার মামলার রায় ঘোষণা করলো আদালত

ওসি প্রদিপ (OC Pradeep) আবারো বাংলাদেশের (Bangladesh) আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনিত হয়েছেন। আর এবার তিনি সিনহা (Sinha) হত্যা মামলার রায় ঘোষনার কারনে এসেছেন আলোচনায়। শেষ পর্যন্ত ঘোষনা হয়ে গেল এই আলোচিত মামলার রায়। জানা গেছে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদন্ড কার্যকর করতে বলেছে আদালত। শুধু ওসি প্রদীপই নয়, সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ বাহারছড়া পুলিশ (police) তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ লিয়াকত আলীকে (Liaquat Ali) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলছে- এ হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত।

সোমবার বিকেলে কক্সবাজার (Cox’s Bazar) জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। এর আগে দুপুর ২টার দিকে চাঞ্চল্যকর হত্যা মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। বিচারক দুপুর ২টা ২৫ মিনিটে রায় পড়া শুরু করেন।

এদিকে, রায় ঘোষণা উপলক্ষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে আদালতের এ রায়ে সন্তুষ্ঠ প্রকাশ করেছেন ওসি প্রদীপের (OC Pradeep) হাতে নির্যাতিত হওয়া শত শত পরিবার। এদিকে ছেলের হত্যা মামলার শুনতে কক্সবাজারে আসেন সিনহার মা নাসিমা আক্তার (Nasima Akhter)। তবে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আদালতের এ রায়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই।

About

Check Also

নতুন করে রিজার্ভ চুরির সংবাদ, যা জানাল বাংলাদেশ ব্যাংক

ভারতীয় একটি পত্রিকায় বাংলাদেশ ব্যাংক থেকে ফের রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *