Thursday , May 9 2024
Breaking News
Home / Entertainment / হঠাৎ চলে গেলেন জনপ্রিয় তারকা, বিনোদন জগতে শোকের ছায়া

হঠাৎ চলে গেলেন জনপ্রিয় তারকা, বিনোদন জগতে শোকের ছায়া

চলে গেলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কমলেশ অবস্তি। বৃহস্পতিবার (২৮ মার্চ) মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আর গায়কের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি পশ্চিম ভারতের আহমেদাবাদে নিজ বাড়িতে মারা যান। বলিউডের প্রতিভাবান নির্মাতা রাজ কাপুরের খুব প্রিয় ছিলেন তিনি। এমনকি কমলেশ তার অনেক সিনেমার গানেও গেয়েছেন।

কমলেশ ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি ভাবনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। ছোটবেলা থেকেই তিনি গানের প্রতি খুব অনুরাগী ছিলেন। এই কারণে, একটু বড় হওয়ার পর, তিনি গুরু ভার্বাই পাণ্ডের তত্ত্বাবধানে সঙ্গীতের পাঠ নিতে শুরু করেন।

‘ট্রিবিউট টু মুকেশ’ অ্যালবামের মাধ্যমে প্রথম পরিচিতি পান এই গায়ক। কিংবদন্তি সঙ্গীতশিল্পী মুকেশের সঙ্গে তাঁর কণ্ঠের মিল খুঁজে পান শ্রোতারা। এই কারণে তাকে ‘মুকেশের যাত্রা’ নামেও ডাকা হয়।

বলিউড ছাড়াও গুজরাটি ছবির গানেও গেয়েছেন কমলেশ। তিনি ‘গোপীচাঁদ জাসুস’-এর ‘তেরা সাথ হো’, নসিবের ‘জিন্দেগি ইমতিহান লেতি হ্যায়’-এর মতো অনেক জনপ্রিয় গান গেয়েছেন।

About Babu

Check Also

ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে না আনতে ক্যাটরিনার চু্ক্তি

পর্দার বাইরেও প্রতি মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ছেন অভিনেতা-অভিনেত্রীরা। বেশিরভাগ শিল্পী ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে আনতে চান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *