Thursday , May 16 2024
Breaking News
Home / Countrywide / হাসপাতাল থেকে দুঃসংবাদ দিয়ে নরম সুরে সাবর কাছে দোয়া চাইলেন অভিনেতা ডন

হাসপাতাল থেকে দুঃসংবাদ দিয়ে নরম সুরে সাবর কাছে দোয়া চাইলেন অভিনেতা ডন

নব্বই দশকে ঢাকাই ছবিতে খল অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। প্রয়াত নায়ক সালমান শাহের ভালো বন্ধু হিসেবে পরিচিত ছিলেন তিনি। বলছি আশরাফুল হক ডনের কথা। দর্শক তাকে ভিলেন ডন হিসেবেই চেনেন। এখন আর আগের মতো চলচ্চিত্রে নিয়মিত দেখা যায় না তাকে।

এদিকে, সম্প্রতি আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্যানেল থেকে নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়েছেন মিশা-ডিপজল। মঙ্গলবার (২ মার্চ) মিশা-ডিপজল প্যানেলের সবাই তাদের মনোনয়নপত্র জমা দেন। কিন্তু ডনকে দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে তার ভাতিজী মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভর্তি আছেন হাসপাতালে।

আরটিভি ডনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আমার ভাতিজীর অবস্থা ভালো নয়। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে। সিজারিয়ান করতে গিয়ে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। সবাই দোয়া করবেন।

সালমান শাহ অভিনীত ২৭টি ছবির মধ্যে ২৪ টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেন ডন। তার অভিনীত হিট ছবির তালিকায় রয়েছে ‘এ জীবন তোমার আমার, বিক্ষোভ, ভালোবাসার মূল্য কত, তোমাকে চাই, ফুলের মতো বউ, বিয়ের ফুল, জীবন সংসার, ভালোবাসা কারে কয়, মহামিলন, মিলন হবে কত দিনে‘র মতো ছবি।

ডন অভিনীত ছবির সংখ্যা প্রায় সাড়ে ৬শ’। চলচ্চিত্র ছাড়াও বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেন তিনি। কৌশিক হোসেন তাপস পরিচালিত ‘কত ভালোবাসি তোমাকে’ টেলিফিল্মে নায়িকা জনার বিপরীতে নায়কও চিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি ‘এক জনমের ভালোবাসা’ নামে একটি চলচ্চিত্রও প্রযোজনা করেন।

অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন ব্যান্ড দল ‘আর্কাইভ’। জড়িত আছেন নানা রকম সামাজিক কর্মকাণ্ডে। এক সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

About Nasimul Islam

Check Also

নতুন করে রিজার্ভ চুরির সংবাদ, যা জানাল বাংলাদেশ ব্যাংক

ভারতীয় একটি পত্রিকায় বাংলাদেশ ব্যাংক থেকে ফের রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *