Thursday , May 9 2024
Breaking News
Home / Exclusive / ভিডিও ভাইরাল হওয়া সেই নারী কাউন্সিলরের বহিষ্কারাদেশ বাতিল হবে ১০ লাখ টাকায়: অডিও ফাঁস

ভিডিও ভাইরাল হওয়া সেই নারী কাউন্সিলরের বহিষ্কারাদেশ বাতিল হবে ১০ লাখ টাকায়: অডিও ফাঁস

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীর বহিষ্কারাদেশ বাতিল করা যাবে- এই মর্মে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের একটি ফোনালাপ ফাঁস হয়েছে।

চামেলীর সঙ্গে রিয়াজের ১০ লাখ টাকা বিনিময়ের ১৮ সেকেন্ডের অডিওতে শোনা যায়, ‘রিয়াজ বলছেন- আমিতো কাজে আসছি। চামেলি বললেন, কথা হয়েছে? তখন রিয়াজ বললেন, ঠিক আছে অসুবিধা নাই। আপনিতো ওই সময় বললেন সন্ধ্যায় আসবেন, এখন আবার! তখন চামেলি বললেন, মানে সন্ধ্যায় বুঝ নাই? আইসা আবার জোগাড় করতে করতে। তখন রিয়াজ বললেন, আচ্ছা ঠিক আছে, কথা আর বাড়ানোর দরকার নাই। ঠিক আছে। তখন চামেলি বললেন, ঠিক আছে আমি সকালে ১০ পাঠাই দিতাছি। তখন রিয়াজ বললেন, ঠিক আছে।’

ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, “এটা আমার নয়। আমি কেন তার সঙ্গে কথা বলতে যাব? এ বিষয়ে জানতে চাইলে চামেলী বলেন, ‘এটা আমার না। আমি ওর সঙ্গে কথা বলতে যাব কেন? বলেন।’ এ বিষয়ে জানতে চাইলে চামেলী বলেন ,‘হ্যাঁ আমার সঙ্গে রিয়াজের ১০ লাখ টাকার বিনিময়ে বহিষ্কার করা হবে না এই মর্মে কথা হয়েছিল। রিয়াজ বলেছেন- তার সঙ্গে নাকি আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কথা হয়েছে, ১০ লাখ টাকা দিলে তারা বহিষ্কার করবে না। অব্যাহতি দিয়ে একটা চিঠি দেবে। গত মঙ্গলবার দুপুরে রিয়াজের সঙ্গে টাকার বিষয়ে কথা হয়েছে।’ তার কাছে বিস্তারিত অডিও রয়েছে বলেও জানান তিনি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘রিয়াজ যদি এমন কিছু করে থাকেন বা বলে থাকেন তা নিশ্চয়ই অপরাধ। এ বিষয়টিও দেখা হবে।’

About Nasimul Islam

Check Also

মহিলা লীগ নেত্রীর গোপন ভিডিও ছড়িয়ে দিলেন আরেক নেত্রী, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়

ময়মনসিংহে এক নারী নেত্রীর বিরুদ্ধে অরেক নেত্রীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, মারধর ও পরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *