Thursday , May 9 2024
Breaking News
Home / Countrywide / দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা, জানা গেল কারণ

দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা, জানা গেল কারণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৫ কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী তারা দুদক ছেড়ে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার তাদের বিদায়ী সংবর্ধনা দেন ডুসা।

দুদকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত মো. আতাউর রহমান (প্রশাসন), আকিব রায়হান (প্রশাসন), শাওন হাসান অনিক (প্রশাসন), তালুকদার ইনতেজার (প্রশাসন), চৌধুরী বিশ্বনাথ আনন্দ (প্রশাসন), আশরাফুল হোসেন (পুলিশ), সুজনুর ইসলাম সুজন (পুলিশ) ও মো. ইমাম হোসেন (পুলিশ) সংশ্লিষ্ট ক্যাডারে যোগ দেবেন। উপ-সহকারী পরিচালক হিসেবে কর্মরত খাইরুল ইসলাম, শেখর রায়, সিদ্দিকা মারজান, আসিফ আরাফাত, পপি হাওলাদার ও রয়েল হোসেন শিক্ষা ক্যাডারে এবং মাহমুদুল হাসান তিতাস কৃষি ক্যাডারে যোগ দেবেন।

ডুসার সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম পাওলেন বলেন, বিভিন্ন ক্যাডারে গেজেটেড কর্মকর্তাদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। বিদায়ী কর্মকর্তারা তাদের সততা, পেশাদারিত্ব এবং দক্ষতার সাথে জনসাধারণের সেবা করবেন। ডুসা তাদের ভবিষ্যত কর্মজীবনের সাফল্য কামনা করে। এ সময় ডুসার সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About Nasimul Islam

Check Also

সাকিবকে এক নজর দেখতে গিয়ে ঝলসে গেল স্কুলছাত্র

জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বৈদ্যুতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *